• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

অপরাধ দমন ও সদস্যদের নজরদারির লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশের সিসি ক্যামেরা স্থাপন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২৩

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী প্রতিনিধি:
জেলায় অপরাধ নিয়ন্ত্রন ও আওতাধীন সকল থানায় কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কাজে নজরদারি করার লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশ কতৃক স্থাপিত সিসি ক্যামেরা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার রাত ৮ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ আখতারুজ্জামান। এসময় পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি কাজল বরণ দাস সহ পুলিশ কর্মকর্তাগন ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, জেলায় অপরাধ কমানো সহ দ্রুত ব্যাবস্থা গ্রহন এবং পুলিশ সদস্যদের কাজে নজরদারির মাধ্যমে পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে সকল থানা কমপ্লেক্স ও জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলায় একটি কন্ট্রোল রুমের মাধ্যমে এবং পুলিশ সুপারের কক্ষ থেকে এসব ক্যামেরা মনিটরিং করা হবে। এসব ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ সদস্যদের সরাসরি বিভিন্ন নির্দেশনা প্রদান করে অপরাধ দমন ও মানোন্নয়নে পরামর্শ প্রদান করা যাবে। আপাতত স্বল্প পরিসরে হলেও পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে আরো ক্যামেরা স্থাপন করে নজরদারির আওতায় আনা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads